শপথ নিলেন চন্দ্রঘোনার নবনির্বাচিত ইউপি চেয়ানম্যান আক্তার হোসেন মিলন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ১নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আক্তার হোসেন মিলন শপথ নিয়েছে। মঙ্গলবার(১৯ জুলাই) বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। আক্তার হোসেন মিলন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে গত ১৫ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচন করে বিজয়ী হয়।
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরীসহ কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।