নানিয়ারচরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উদ্বোধন করলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উদ্বোধন করলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উপজেলা মাঠ প্রাঙ্গণে বটমূলের দৃষ্টিনন্দন পরিবেশে ছায়ামঞ্চ ও উপজেলায় অফিসিয়াল কাজে আগত মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং রুমে’র শুভ উদ্বোধন করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় আইন-শৃংখলা পরিস্থিতি, মানসম্মত শিক্ষা, দুর্নীতি দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় তিনি বুড়িঘাট ইউপি সচিব জয় চাকমার মৃত্যুতে দুঃখ প্রকাশ ও পরিবারের সকলের খোঁজ খবর নিয়ে শান্তনা দেন। পাশাপাশি পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেন। এছাড়াও উপজেলার অসহায় ও গরীব জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ শিক্ষাবৃত্তি অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরজামান হাওলাদার, থানা অফিসার ইনচার্জ সুজন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, ২ নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, ৩ ইউনিয়ন ইউপির প্যানেল চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে তিনি নানিয়ারচর থানা পরিদর্শন, দি চেঙ্গী চাইল্ড হোম প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, বৃক্ষরোপনসহ ২নং নানিয়ারচর ইউপি কার্যালয় পরিদর্শন করেন।