[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে আরো ৬২ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে সরকারি ঘর

৫৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

সারাদেশের ন্যায় মানিকছড়িতেও ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপে আরো ৬২ পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে। আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে ২য় ধাপে সারাদেশে নির্মিত ঘর একযোগে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। উদ্বোধনী উপলক্ষে মানিকছড়ি উপজেলা প্রশাসনের নানা প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।

সোমবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী লিখিত বক্তব্যে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে একজনও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার আলোকে সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানের কাজ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে ইতোমধ্যে মানিকছড়ি উপজেলাতেও ৬৩৫ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সরকারি ভাবো ঘর নির্মাণ করে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে ২য় ধাপে সারাদেশে নির্মিত ঘর একযোগে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এই পর্যায়ে উপজেলায় ৬২ জন উপকারভোগীর হাতে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে। এ সময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমাসহ সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন, মোঃ রবিউল হোসেন, মোঃ মোক্তাদীর হোসেন, মোঃ আলমগীর হোসেন, এম. জুলফিকার আলী ভুট্টো উপস্থিত ছিলেন।