[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্রধারী দুই দলের গোলাগুলিতে ১জন নিহত

৪০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির মাটিরাঙ্গার অস্ত্রধারী দুই দলের মধ্যে ব্যাপক গোলাগুলিতে উত্তম ত্রিপুরা(২৬) নামে ১ জন নিহত হয়েছে। সোমবার (১৮ জুলাই) ভোরের দিকে তাইন্দং ইউনিয়নের দূর্গম সুকুরাম কার্বারী পাড়ায় গোলাগুলির ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মৃত উত্তম ত্রিপুরা পার্শ্ববর্তী হেডম্যান পাড়ার সুনিল ত্রিপুরার ছেলে।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও যামিনীপাড়া জোনের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুল করিম এর নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ টি মৃতদেহ, একটি একে-২২অস্ত্র ও ১৩ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, ইউপিডিএফ মুল এবং ইউপিডিএফ গণতান্ত্রিক সদস্যের মধ্যে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও আধিপত্যকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করেন। তবে ইউপিডিএফ নিহত ব্যক্তি তাদের সমর্থক বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

তাইন্দং ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য সুকুমার ত্রিপুরা জানান, উভয়ের মধ্যে ভোর ৫টা থেকে প্রায় আধা ঘন্টা গোলাগুলির ঘটনা ঘটে। এঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়।

মাটিরাঙ্গার তবলছড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে জানান, ঘটনা অবগত হয়ে দ্রুত সে স্থানে পুলিশ উপস্থিত হয়ে একটি লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে বলে তিনি জানান।