রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে কাপ্তাইয়ে কৃষকের মাঝে গাছের চারা বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে কাপ্তাই উপজেলায় বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার(১৬জ্লুাই) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী উপস্থিত থেকে ১২শত’৪০টি বিভিন্ন গাছের চারা উপজেলা কৃষি ফার্মে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সুজন তঞ্চঙ্গ্যা ধনা, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুইচাপ্রু মারমা, সাধারন সম্পাদক ইউসুফ তালুকদার, যুগ্ন সম্পাদক মোঃ সেলিম, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি দে, উপজেলা কৃষকলীগের সভাপতি সুধির তঞ্চঙ্গ্যা, যুগ্ন সম্পাদক মিলন বড়ুয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে কাপ্তাই উপজেলায় ৬১০ টি আম গাছের চারা, ৬১০টি মেহেগুনী গাছের চারা, এবং ২০টি লিচু গাছের চারা বিতরন করা হয়।