নানিয়ারচরে বজ্রপাতে বুড়িঘাট ইউনিয়ন সচিবের মৃত্যু
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে বজ্রপাতে ৩নং বুড়িঘাট ইউনিয়ন সচিব জয়লাল চাকমার মৃত্যু হয়েছে। সে নানাক্রুম এলাকার বাসিন্দা সত্য লাল চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে অফিসের কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন। আহত অবস্থায় পরিবারের লোকেরা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।