গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়নে মহালছড়ির মুবাছড়িতে উঠান বৈঠক
॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নে খাগড়াছড়ি তৃণমুল সংস্থা’র আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপি’র কারিগরি সহযোগিতায় গ্রাম আদালত সক্রিয় করণ ( ২য় পর্যায়) প্রকল্প বাস্তবায়নে স্থানীয় হেডম্যান ও কার্বারিদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় থোঅংজাই কার্বারি’র সভাপতিত্বে সিঙ্গিনালা মহামুনি পাড়াতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রদায় সমন্বয়ক রিনা দেওয়ান। এ বৈঠকে ২২ টি গ্রামের ২২ জন কার্বারি উপস্থিত ছিলেন।
বৈঠকে আলোচকরা পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠির প্রথাগত বিচার ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, প্রথাগত বিচার পাওয়া যাবে সার্কেল চীফ, হেডম্যান ও কার্বারির আদালতে। এ প্রথাগত বিচার ব্যবস্থায় যে সব বিষয়ে সমাধান পাওয়া যাবে তা হলো- ব্যক্তিগত ও পারিবারিক বিষয় সংক্রান্ত, সামাজিক বিচার, প্রাকৃতিক সম্পদ সংক্রান্ত, ভুমি সংক্রান্ত। যেসব বিরোধের ক্ষেত্রে প্রথাগত বিচার ব্যবস্থায় সমাধান পাওয়া যাবেনা তা হলো- রাস্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত, রাজ শক্তির অধীনে কর্মরত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ অথবা গণ ন্যায্যতার বিরুদ্ধে অপরাধ, মারাত্মক অস্ত্র ব্যবহৃত হয়েছে এমন সংঘটিত দাঙ্গা, ব্যক্তির বিরুদ্ধে সংঘটিত অপরাধ, ধর্ষণ, অপহরন, জালিয়াতি, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও কমিশনার কর্তৃক নির্ধারণ করে দেওয়া অন্যান্য অপরাধসমূহ।