রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ ২০১৭
স্কুলের সোনালী দিনের স্মৃতিচারণের মধ্য দিয়ে দিন কাটালো ওরা
প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৭ এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার (১৫ জুলাই) সকাল ৮ টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি র্যালির বের করা হয়। বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে র্যালিটি স্কুল প্রাঙ্গনের এসে শেষ হয়। এরপর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শিক্ষার্থীরা স্কুলে স্যারদের সাথে ক্লাসে স্মৃতিচারণ করেন। এরপর দিনব্যাপী বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দীর্ঘ ৫বছর পর স্কুলের বন্ধুদের কাছে পেয়ে প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।
শিক্ষার্থীরা জানান, স্কুলের পুরোনো সেই স্মৃতিগুলো আরেকবার জাগ্রত করতে এই অনুষ্ঠান। এতে আয়োজক হিসেবে ছিলেন, ১৭ ব্যাচের আতাহার, ইফতি, আবিদ, শ্রাবণ, আইয়ুব, মোহন, অমিজিত, তাহিয়া, ইলা, সুমাইয়াসহ আরো অনেকে।
শিক্ষার্থীরা শিক্ষক রহমতুল্লাহ’র হাতে স্কুলের জন্য উপহার তুলে দেন। রাঙামাটির জনপ্রিয় ব্র্যান্ড ড্রিমস এর সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
সংবাদটি পাঠিয়েছেন মোঃ আইয়ুব ভূইয়া ॥