বান্দরবানে গভীর রাতে এক কৃষককে গলা কেটে হত্যা
॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে রাত গভীরে শৈচিংমং মারমা (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। তবে কে বা কারা হত্যা করেছে সে ব্যাপারে জানা যায়নি।
শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাত ১ টায় সদর উপজেলা ৬নং বাঘমারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন হ্যডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শৈচিং মং মারমা (৪০), সে লামা উপজেলা রুপসী পাড়া ইউনিয়নের দরদরী নোয়া পাড়া গ্রামের খ্যুদু মারমা ছেলে।
স্থানীয়রা জানান, রাত গভীরে শৈচিংমং মারমা কে গলা কেটে হত্যা করেছে বলে তার স্ত্রী জানালে এলাকাবাসী এসে দেখেন ঘরে ভিতর গলা কাটা লাশ পড়ে আছে।
নিহত স্ত্রী উমেনু মারমা (৩৬) জানান, রাত গভীরে ঘুমন্ত মাঝখানে তার স্বামী প্রাকৃতিক ডাকে (প্রসাব) করার শেষ করে ঘরে ভিতর ঢুকে। স্বামী সাথে তিনজন মুখোশধারী ঘরে প্রবেশ করে তার স্বামীকে গলা কেটে হত্যা করে । স্বামীকে হত্যার আগে তার চোখ বেঁধে দেওয়াতেই শুধু আওয়াজ ছাড়া কিছুই দেখেননি। হত্যার শেষে ভয়ে দুটি বাচ্চা নিয়ে পাশ্ববর্তী ঘরে পালিয়ে যান নিহত স্ত্রী।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা জড়িত সেটি পরে জানা যাবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।