এলজিইডির বিভিন্ন প্রকল্পের সুফল পাচ্ছে সাধারণ মানুষ…. সেখ মোহাম্মাদ মহসিন
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
এলজিইডির বিভিন্ন প্রকল্পের সুফল পাচ্ছে সাধারণ মানুষ মন্তব্য করে স্থানীয় সরকার বিভাগ এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী সেখ মোহাম্মাদ মহসিন বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বর্তমান সরকার।
শুক্রবার (১৫জুন) বিকাল ৫টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা পৌরসভা ও উপজেলা পরিষদের যৌথ উদ্যােগে স্থানীয় জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালীন প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয় নির্বিচনের আগে মাটিরাঙ্গা উপজেলা ইউনিয়ন পর্যায়ে ঝুঁকিপূর্ণ সকল রাস্তা মেরামত করা হবে। এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী সাজ্জাদ মাহমুদ খাঁন কে জরুরিভাবে স্কিম পাঠাতে নির্দেশ প্রদান করেন তিনি।
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
সভায় মাটিরাঙ্গা পৌরসভার সচিব পারভিন আক্তার এর সঞ্চালনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী, মোঃ এনামুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির চট্রগ্রামের তত্তবধায়ক প্রকৌশলী মোঃ তফাজ্জল হোসেন, প্রকল্প পরিচালক মোঃ নুর নবী, প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ নুরুল ইসলাম, খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সাজ্জাদ মাহমুদ খাঁন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়ার আহমেদ মজুমদার, গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন, মাটিরাঙ্গা পৌরসভার সকল কাউন্সিলগন উপস্থিত ছিলেন।