রাঙ্গামাটিতে হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার
(১৪জুলাই) বিকালে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাঙ্গামাটি জাতীয় পার্টির জেলা সভাপতি মোঃ হারুনুর রশিদ মাতব্বর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও পৌর কমিটির সভাপতি লেহাজ উদ্দিন সরদার, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান (বাবুরাম), জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক বেগম সুফিয়া কামাল ঝিমি, জেলা জাতীয় মহিলা পার্টির যুগ্ন আহবায়ক স্বপ্না ত্রিপুরা, পৌর কমিটির সাধারন সম্পাদক সুদীর্ঘ চাকমা, শিক্ষা বিষয়ক সম্পাদক দীপক চাকমা, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিমল কান্তি দেওয়ান (বিটু), জাতীয় পেশাজীবি সংগঠনের আহবায়ক সুগম চাকমা, দপ্তর সম্পাদক সমির বড়ুয়া , জগদীশ চাকমা, দীলিপ বড়ুয়া, প্রদীপ চাকমা,শ্যামল চাকমা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, এরশাদের নয় বছর সোনালী শাসনামলে ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের উপজেলার পর্যায়ে যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন ও সার্বিক কর্মসংস্থান ও ভাগ্য উন্নয়ন ঘটেছে এর জন্য গ্রাম বাংলার মানুষ এরশাদকে পল্লীবন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। সারা বাংলাদেশে ৬৮ হাজার গ্রাম বাংলার যতদিন বেঁচে থাকবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে চিরদিন মনে রাখবে।
আলোচনা শেষে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দক্ষিন চট্টগ্রামের পটিয়া পৌর সভার সাবেক চেয়ারম্যান মোঃ সামশুল আলম মাস্টার মৃত্যুবরণ করায় রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে শোক প্রস্তাব উত্তাপন করা হয়।