কাপ্তাইয়ের চিৎমরম মুসলিমপাড়া দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়া হাজী ইউসুফ (ওয়াজু)র’ আয়োজনে গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮জ্লুাই) সকাল ১০টায় চিৎমরম মুসলিমপাড়া সমাজ পরিচালোনা কমিটির আয়োজনে অসহায় ও দুস্থ ১১০পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২০কেজি করে চাল বিতরণ করা হয়।
আহম্মদ ঈসা আল হোসাইনী, আবুধাবীর ইউ এইর অর্থায়নে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চিৎমরম মুসলিমপাড়া সমাজ পরিচালোনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আবদুর রাজ্জাক। এতে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লি মং চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য হাজী আলী আহম্মদ, মুসলিমপাড়া সমাজ কমিটির সাধারন সম্পাদক জসিম উদ্দীন, সহ-সভাপতি আমিনুল হক,চিৎমরম ইসলামিয়া সাঃপ্রাঃ বিদ্যালয় কমিটির সভাপতি রফিক উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য ক্যপ্র্যু চৌধুরী, আচিংপ্রু মারমা, উক্যসাই মারমা ও ইউনিয়ন আ’লীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ।