আলীকদমে ৪টি ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত বিশেষ প্রকল্প কর্মসূচীর আওতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় আলীকদম উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব,বন্যা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুঃস্হ, দরিদ্র ও কর্মহীন ৪টি ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়।
শুক্রবার ( ৮ জুলাই) সকালে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দরিদ্র অসহায় লোকদের মাঝে চাউল বিতরণ করা হয়। ৩নং নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইছাক মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা।
৩নং নয়াপাড়া ইউনিয়নে চাউল বিতরনের সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফোগ্য মার্মাসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এদিকে চৈক্ষ্যং ইউনিয়নে চাউল বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দীন বিএসসি, চৈক্ষ্যং ইউপির সাবেক চেয়ারম্যান ফেরদৌস রহমান, চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি দুংড়ি মং মার্মা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত বিশেষ প্রকল্প কর্মসূচীর আওতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাাপনায় উপজেলার করোনা ভাইরাস প্রাদুর্ভাব,বন্যা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুঃস্হ, দরিদ্র ও কর্মহীন মানুষের কথা চিন্তা করে অত্র উপজেলার ৪ টি ইউনিয়নে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধন সরকার, এই সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না, প্রধানমন্ত্রী বিশেষ প্রকল্প কর্মসূচীর আওতায় জনপ্রতি ১০ কেজি করে সর্বমোট ২০০০ জন কে চাউল বিতরণ করা হচ্ছে। প্রতি ইউনিয়ন ৫০০ জন কে চাউল দেওয়া হচ্ছে। দূর্গম এলাকার বাকি ৫০০ জনকে আগামী রবিবার কুরুকপাতা বাজার,পৌয়ামুহুরী বাজারে চাউল বিতরন করা হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মাসহ সবার জন্য দোয়া কামনা করেন।