রাঙ্গামাটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষ রোপন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে। বুধবার সকালে শহরের ভেদভেদীস্থ জেলা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা কমান্ড্যানট ফয়জুল বারী (চলতি দায়িত্ব)।
বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন কালে জেলা কমান্ড্যান্ট ফয়জুল বারী বলেন, জীববৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বেশি করে গাছ লাগাতে হবে এবং অন্যদেরকে বৃক্ষরোপনে উৎসাহিত করতে হবে। তিরি বলেন, বৈশ্বিক উষনায়ন ও জলাবায়ু পরিবর্তনের অভিঘাত সমূহ প্রশমনের সবচেয়ে কার্যকরী উদ্যোগ হচ্ছে বৃক্ষরোপন।
জেলা কমান্ড্যান্ট আরো বলেন, শুধু গাছ লাগালে হবে না গাছের পরিচর্যাও করতে হবে। এর আগে তিনি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা/উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়সহ বিভিন্ন ক্লাব সমিতির অফিসে ফলজ,বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল মোন্তাকিম,সদর উপজেলা আনসার ওভিডিপি কর্মকর্তা মংসা থোয়াই মারমা।