টেকসই উন্নত সবুজ বাংলাদেশ তৈরি করতে হবে: কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি বলেছেন, টেকসই উন্নত সবুজ বাংলাদেশ তৈরি করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ তৈরিতে সকলে সচেষ্ট থাকতে হবে। দেশের উন্নয়নে কাজ করতে সকলে একতাবদ্ধ থাকতে হবে।
গত মঙ্গলবার (৫জুলাই) সন্ধ্যায় খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ অভিযাম ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আগে কত সরকার আসছে-গেছে কেউ জনকল্যাণমুখী কাজ করেনি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারই জনকল্যাণে বিভিন্ন কাজ করে যাচ্ছে। বাংলাদেশে বিভিন্ন বিপর্যয়ের মধ্যেও প্রধানমন্ত্রীর তড়িৎ সিদ্ধান্তে দেশ এগিয়ে যাচ্ছে।
সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির।
সমাপনী অনুষ্ঠানে নার্সারি মালিক পক্ষে বক্তব্য রাখেন, মামা-ভাগিনা নার্সারির মালিক মোঃ রুপন হোসেন। তিনি বলেন, সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানটি সময় আরো বাড়ালে ভালো হতো। তাহলে আমরা আরো বহু প্রজাতির গাছ স্টলে প্রদর্শনীর জন্য নিয়ে আসতে পারতাম। অনুষ্ঠান স্টলে আবার চারায় পানি দিতেও কষ্ট হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোঃ বাতেন, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, জেলা তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক জসীম উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া’সহ বন বিভাগ কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে মেলায় স্টল প্রদানকারীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও বিশেষ পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। মামা-ভাগিনা নার্সারি’ এতে প্রথম স্থান অর্জন করেন। ২য় স্থান অর্জন করেন জয় নার্সারি, আর তাপস নার্সারি অর্জন করেন ৩য় স্থান। পরে মেলায় অংশগ্রহণকারী সকল স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।