কাপ্তাইয়ে যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে । বুধবার (৬জুলাই) বিকাল ৩টায় উপজেলা বড়ইছড়ি মিলনায়তনে কাপ্তাই উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা ও আলোচনা সভা হয়। ম্যাচিং মারমার সঞ্চলনায় সভাপতিত্ব করেন রত্না প্রভা চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন,উপজেলা মহিলালীগ সভাপতি মানোয়ার জাহান,চিৎমরম ইউনিয়ন আ’লীগ সভাপতি ওয়েশ্লি মং চৌধুরী, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন, নিজাম উদ্দীন চন্দ্রঘোনা ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি,রফিকুল ইসলাম সুমন সাবেক ছাত্রলীগ সম্পাদক ও কাপ্তাই ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ।এসময় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।