খোয়া গেল সাড়ে নয় লাখ টাকা
লামার দালালের খপ্পরে পড়ে মালেশিয়া যাওয়া হয়নি ৫ যুবকের
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামা উপজেলার ৫ যুবক মালেশিয়া যেতে গিয়ে দালালেল খপ্পরে পদে সর্বস্ব হরিয়েছে। প্রতারণার শিকার যুবকের পরিবারের লোকজন বলেন, (৩ জুলাই) মালেশিয়া যাওয়ার জন্য দালালের মাধ্যমে ঢাকা যায় লামা পৌরসভার ৫ যুবক। ৪ জুলাই বিকেল ৪টায় তাদের ফ্লাইট হবে বলে এয়ারপোর্ট নেয়া হয়।
প্রতারণার শিকার হলো, বান্দরবান জেলা লামা পৌরসভা ৯নং ওয়ার্ড হরিণঝিরি গ্রামের বাসিন্দা সাহ্লাচিং মার্মার ছেলে উচুমং মার্মা, সানি অং মার্মার ছেলে উমানু মার্মা, ধুংচিং মার্মার ছেলে অংসি মার্মা, উমং মার্মার ছেলে মংমেগ্য মার্মা ও নুর মোহাম্মদের ছেলে মোঃ মামুন।
৪ জুলাই সকালে ঢাকা উত্তরা-দক্ষিণখান থানা এলাকায় নিউ এয়ারপোর্ট রোড়স্থ হোটেল জাকের আবাসিক এর ১০৫নং রুমে ৫ জন মিলে দালালকে ৭ লাখ টাকা দেয়। এর আগের দিন ৩ জুলাই তারা দালালের সাথে ঢাকা যায়।
দালালের নাম মোঃ শহীদুল্লাহ, পিতা- মোঃ শাহদাৎ হোসেন, জাতীয় পরিচয়পত্র নং- ১৪৯৬০০৭৩৫০। দালালের বাড়ি, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ইউপির ঘুনিয়া গ্রামে। একেকজন যুবক থেকে এক লাখ নব্বই হাজার টাকার বিনিময়ে মালেশিয়া নেয়ার জন্য চুক্তি হয় দালালের সাথে। দালাল মোঃ শহীদুল্লাহ তাদের কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকা হাতিয়ে নেয়।