মাটিরাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের খেদাছড়ার পান্জাবি টিলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ জুলাই) বিকালে অভিযান পরিচালনা করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৃলা দেব।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বোলড্রোজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন একটি চক্র। এমন খবরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারীকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বালু উত্তোলনে ব্যাবহ্রত একটি বোলড্রোজার মেশিন নষ্ট করে দেয়া হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৃলা দেব বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার সাথে জড়িতদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। জনস্বার্থে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।