খাগড়াছড়িতে ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় এগিয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গন: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে এসেছে বিরাট সাফল্য। তিনি অত্যন্ত ক্রীড়াবান্ধব। তাই দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন তিনি। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বেই ক্রীড়া ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমন্ডলে প্রবেশ করেছে।
তিনি গত সোমবার (৪জুলাই) খাগড়াছড়িতে সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিকাল ৪টায় জেলা স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন তিনি।
এসময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ক্রীড়াপ্রেমীদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া নিয়েছেন। এছাড়া প্রতি উপজেলায় নির্মাণ করা হচ্ছে মিনি স্টেডিয়াম। জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে দেশে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হচ্ছে। তাই এই উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসকে সাধুবাদ জানান তিনি।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোঃ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা সহ জেলার সকল ইউএনও এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।