জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন মাটিরাঙ্গার নিরাপত্তা প্রহরী মাসুদ রানা
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
শুদ্ধাচার পুরস্কার পেলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত কর্মচারী নিরাপত্তা প্রহরী মাসুদ রানা। চতুর্থ শ্রেনী কর্মচারী ক্যাটাগরিতে জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ এ ভূষিত হয়েছেন ।
সোমবার (০৪ জুলাই) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা প্রশাসন স্টাডিরুমে জেলা প্রশাসনের আয়োজনে শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ প্রদান অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিনের হাত থেকে সম্মাননা ক্রেষ্ট ও সদনপত্র পুরস্কার গ্রহণ করেন তিনি।
মাসুদ রানা নিরাপত্তা প্রহরী পদে যোগদানের পর থেকে সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনের সর্বত্রই সততা ও ন্যায়নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তিনি। এসবের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ এ ভূষিত হয়েছেন তিনি।
নিরাপত্তা প্রহরী মাসুদ রানা আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, এ পুরস্কার অর্জন আমার কাজের গতিকে আরো বেগবান করবে। ভবিষ্যতে সততার সহিত দায়িত্ব পালন করে যাবো।