[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদানরাজস্থলীর বাঙ্গালহালিয়াতে উক্য চিং মারমার সৎকার সম্পন্ন
[/vc_column_text][/vc_column][/vc_row]

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন মাটিরাঙ্গার নিরাপত্তা প্রহরী মাসুদ রানা

৪১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

শুদ্ধাচার পুরস্কার পেলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত কর্মচারী নিরাপত্তা প্রহরী মাসুদ রানা। চতুর্থ শ্রেনী কর্মচারী ক্যাটাগরিতে জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ এ ভূষিত হয়েছেন ।

সোমবার (০৪ জুলাই) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা প্রশাসন স্টাডিরুমে জেলা প্রশাসনের আয়োজনে শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ প্রদান অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিনের হাত থেকে সম্মাননা ক্রেষ্ট ও সদনপত্র পুরস্কার গ্রহণ করেন তিনি।

মাসুদ রানা নিরাপত্তা প্রহরী পদে যোগদানের পর থেকে সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনের সর্বত্রই সততা ও ন্যায়নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন তিনি। এসবের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ এ ভূষিত হয়েছেন তিনি।

নিরাপত্তা প্রহরী মাসুদ রানা আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, এ পুরস্কার অর্জন আমার কাজের গতিকে আরো বেগবান করবে। ভবিষ্যতে সততার সহিত দায়িত্ব পালন করে যাবো।