কাপ্তাইয়ে ঈদের আগে টিসিবির পণ্য পেয়ে খুশি
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে টিসিবির পণ্য পেয়ে অনেকেই খুশি। সোমবার (৪জুলাই) সকাল ১১টায় ৪নং ইউপি এলাকায় টিসিবির পণ্য বিক্রয় করা হয় ।
ঈদের আগে স্বল্পমূল্য তিনটি পণ্য পেয়ে আগত লোকজন অনেকেই খুশি বলে মত প্রকাশ করে। টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন করেন কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। এসময় উপজেলা আ’লীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, নতুনবাজার বণিক সমিতির সাধারন সম্পাদক একরামুল হক,ডিলার কাঞ্চন চৌধুরী,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন ও ইউপি সদস্যগন। ডিলার কাঞ্চন চৌধুরী জানান, ৭,৮,৯,এবং ৪,৫,৬ নং ওয়ার্ডের লোকজনের মাঝে পণ্য দেয় াহয়। এসকল পণ্য পেয়ে আগত লোকজন অনেকে খুশি বলে মত প্রকাশ করে।