[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৬৩

ছয় পার্টির খপ্পরে পড়িয়া জীবন যৈবনের বাতি নিভিতেছে, দেশের তালগাছগুলাইনের খবর কি জাননের দরকার

১২৫

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপুনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও নানান চরিত্রের অবাধ্য জীবানু করোনা-১৯’র অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, ষড়যন্ত্রের জেল খাটিয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৬৩ নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় লইয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের সুক্ষ্ম ব্যবস্থাপত্রও বানাইবেন।

শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, স্বপ্নদ্রষ্টা, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা মা’জননীগো এই অভাগা পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার বার্তা লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখিয়া পক্ষও অপক্ষে গড়াইতেছে। মা’রে পার্বত্য চট্টগ্রামেও আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্য, নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া বহুতে দৌঁড়াইতেছে। বহুতে বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া মানুষ মারিতে ওস্তাদ। পর্বতের বহু ওস্তাতগোর দলাদলী বলাবলি লইয়া জীবন সাঙ্গে যোগই হইতেছে। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। লাগাতার অত্যাচারে অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য। অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে, চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে জানপরান হেই আছে হেই নাই। উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা’র দরবারে খালি মিনতি জানাইতেছে। যাউ¹া, এইবার পর আলোচনা-সমালোচনা-পরামর্শ হইলো….

মা’জননীগো হুট করিয়া পাহাড়েরতো লাশের গন্ধ ছড়াইতেছে। মাদার ডিস্ট্রিক্টের বিলাইছুড়ি পাহাড়ের অস্ত্রধারীগোর গুলিতে সাইজাম পল্লীর নিরীহ চাইর জনেরে খতম করা হইয়াছে। লগে অবুঝ দুই শিশুর মইধ্যে চাঁটগার হসপিটালে একজন কাঁতরাইতেছে। তার ফাঁকে রাজস্থুলির পাহাড়েরও একজনরে খতম করিয়াছে। ওইসব ঘটনা লইয়া পাহাড়ের দাদু-দিদিগোর চোখে ঘুমও নাই। মানবযন্ত্র চলিতে চলিতে কখন কার হাতে বন্ধ হইয়া যায় তারও কোন হদিস নাই। মা’গো পাহাড় শাসন, শান্তির জইন্য নতুন করিয়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ কড়া নজর রাখিবেন। আমাগো স্বরাষ্ট্র দাদু যাহাই কহিলো তাহাতে বহুতে খুশি হইলেও বহুতের মাথায় খুশকী হইতেছে। আমাগো ত্রিপুরা ফাউন্ডেশনের দাদু-দিদিরাতো প্রেস নোট ছাড়িয়া কহিলো কুকি চিন ফ্রন্ট বিলাইছুড়িতে এই আকাম চালাইয়াছে। ভুক্তভুগিরা কহিতেছে এক দুই নয় গোটা ছয় পার্টির খপ্পরে পড়িয়া জীবন যৈবনের বাতি নিভিতেছে।
আমাগো বান্দরবন পাহাড়ের শান্তি উন্নয়নের চির ধরাইতে বহুতে জোরসে আকাম চালাইতেছে। হেইখানেও বহু আকাম কুকামের ঘটনাতে নেক্সট ফলাফল পাওন মুশকিল। হেই পাহাড়ের মং দাদু কহিলো নানান কিছিমের শয়তান শক্ত ঘাঁটি-বাটি বানাইয়া ক’দিন পর পরই ঘুঁটা দিয়া ঢুঁস-ঢাঁস ফুটাইতেছে। লামা-নাইক্ষ্যংছুরির নালা নর্দমা ঝিড়ি ঝর্ণার ফাঁক-ফোঁকরে চোর, ডাকাইত, মাদক হোতারা দল বাঁন্ধিয়া চাঁটের মতন লাগিয়াই রহিয়াছে। বর্ডারের ঘেরা-বেড়াও নাকি কানা, ফাঠাছিঁড়া। খাগড়াছড়ি পাহাড় পর্বতেরও খোঁজ খবর লইবেন। জুন আসিলেই পাহাড়ের বহুত নেতা-কর্তা জুনি পোকারমতন পিছনেই লাইট জ্বালাইয়া সামনের ভাবি প্রকল্পের নাম বানাইয়া লুটের পথ-মত খুঁজিয়া বেড়ায়। দলের ক্ষেপা, চান্দি গরম দাদু বহুতে কহিলো এই বাঁচাধনগোর চেয়ার একবার খসিয়া পড়িলে পরে বনে জঙ্গলে চষিয়া বেড়াইতে হইবে, যাউ¹া হেইসব কিচ্চা কাহিনী।

মা’গো, জাতির জনকের স্বপনের পদ্মা সেতুতো আপুনার সাহসিকতায় জাতি নিজের টাকায় বানাইয়া দেখাইয়াছে। আপুনি স্বপ্নদ্রষ্টা হওনের কারনে দেশের দাদু-দিদিগোর চোখেমুখে সূর্য্যরে হাঁসি, এই হইলো জনগনের অংশিদার ভিত্তিক উন্নয়ন। স্বপ্নরে দুঃস্বপ্ন বাননের বহুত চক্রান্ত মাটিচাপা পড়িয়াছে। আমাগো হাইকোর্টতো কহিলো চক্রান্তকারীগোর কোঁজখবর লইয়া ষাট কার্যদিবসে জানাইতে। তয় মা’গো আপুনার মতন সাহসী মা’থাকিলে জাতি নিজের অর্থে এই মাহাকার্য্য শেষ করিয়াছে বাকীগুলাইনও পারিবে। মা’রে স্বাধীনতার পরে দেশ কি কি ভাবে আগাইবে জাতির জনক তার লাইন টু লাইনতো বানাইয়া দিয়াছেন। কুখ্যাত হেই দশ ট্রাক অস্ত্র, মানবতাবিরোধী চক্র, দেশের সার্বভৌম নষ্টকারী লগে দেশরে যারা তলাবিহীন ঝুড়ি বানাইতে চাহিলো তাঁগোরেও টান দেন। পুরিস্থিতি যা মনে হইতেছে আগে-ভাবে কুইজ্যা বানাইয়া রাখিতে হইবে। তয় রতি-মহারতিরা কে কি কহিলো হেইগুলাইন পেপারওয়েটে রাখিয়া পাচারকৃত হাজার হাজার কুটি টাকা দেশে ফিরাইতে কড়া উদ্যোগ লইবেন। ভিন দেশের বুহুতেতো মানবাধিকার লইয়া দৌঁড়ায়। যাগো টাকা-কড়ি লইয়া আমাগো কোট-টাই পড়া মানবপ্রেমীগোর দৌঁড়ঝাপ, তয় তাইনেরা হেইসব দেশের স্কুলে গুলি চালাইয়া, লরিতে আটকাইয়া দাদু-দিদিগোরে হত্যা করিতেছে হেই হিসাব লইয়া দেশে সভা সেমিনার করিলে আমাগো বহুতের উপকারে আসিত।

মা’জননীগো মন্দিরে ধর্মীয় পুস্তক রাখিয়া দেশের বহুতস্থানে নানান কিছিরে কান্ড ঘটাইয়াছে। সাম্প্রদায়িকতার মনোভাব লইয়া শয়তানের দল দেশের বহুত জিলা উপুজিলায় অত্যাচার চালাইতেছে। এইবার রাজধানীর সাভারে শিক্ষক উৎপল সরকার খুন, নড়াইলে আরেক শিক্ষকরে জুতার মালা পড়াইয়া, রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে হেনস্তা ও বিশ্রি রকুমের পরিস্থিতি সৃষ্টির পিছনে কারা এত্ত কড়া নাড়াইতেছে তাগোরে চিহ্নিত করিয়া ভবিষ্যত জ্ঞাতিগুষ্টিও যাহাতে আকাম করিতে না পারে হেই রকুমের শাস্তি নিশ্চিত করিবেন। দেশে তলে তলে সাম্প্রদায়িকতা মাতাচারা দিতাছে। উন্নয়নের মহাসড়কে যাইয়া দেশের হ¹লভাবমুর্তী ক্ষুন্ন করনের পিছনে যে-ই হোক তাঁগোর হাতে হাতকড়া পড়াইতে কড়া ওয়ার্ডার করিবেন। মা’রে দেশের নিত্যপন্যের দরদামতো লাগমহীন, দাদু-দিদিরাতো খালি কহে তাইনেরা নাকি ভাংতি পইসাও জমা রাখিতে পারিতেছে না। যত বাড়িবে পোড়াকপাইল্লাগোর ঘারেই চড়িবে, হেই হিসাব তামাম দুনিয়ার দাদু-দিদিরাওতো মিলাইতে মাথার চুল ছিঁড়িতেছে। দাদু-দিদিরা সয়াবিন তৈল লইয়াতো বহুত টিকটকও দেখিয়াছে। ত্রিশ টাকার খাট্টাবেগুণ একশকুড়ি টাকায় দাঁড়াইয়াছে। দেশের বাজার নিয়ন্ত্রনে নজর দেন, প্রশাসনের ম্যাজিস্ট্রেট দিয়া তল্লাসী চালাইতে আদেশ করেন। যেই পুরিস্থিতি হইয়াছে ময়দা আটা খাওনের সুযোগও নাই।

মা’গো ফ্রন্টের ইলেকশনের আগেই আনাচে কানাচে গোছাইতে কড়া হইবেন। আমামীলীগের ঘরে অচেনা বহুত ছাড়পোকা বাসা বান্ধিয়াছে। ইউপি লইয়া দেশের দাদু-দিদিরা যেই তামাশা দেখিয়াছে জাতীয় লইয়া কি হইবে, চিন্তা লইয়া এই অধম পোড়াকপাইল্লার নয়নেও ঘুম নাই। ফাঁকেতো করোনা-১৯ আবারো উঁকি মারিতেছে। দেশের উন্নয়নে আপুনার অর্থ শক্তিতো খালি উছুঁট খাইতেছে। দুর্নীতি রোধ করিতে জিলা-উপুজিলা-ইউনিয়নেও জোরসে ধাক্কা লাগান। প্রশাসনের কোনায় কোনায় সৎগোরে বসাইয়া দেন। কাদের দাদুতো কহিলেন ইভিএম’তেই জাতীয় ইলেকশন। আগেভাগে না হাটিলে পরেতো রাস্তাই ফুরাইবেনা। দক্ষিন দুয়ারের পদ্মা সেতু লইয়া পরিবহন নেতা-কেতাগোর সিন্ডিকেট অশনিসংকেত। মহি দাদু কহিলো ট্রেনের টিটিই শাহাদাত পলায়নের পিছনে বহুত ইঙ্গিত রহিয়াছে। বানভাসিদের রক্ষায় জরুরী উদ্যোগ লইবেন। ব্রজপাতের ঘটনাও বাড়িয়াছে, তয় দেশের তালগাছগুলাইনের খবর কি জাননেরও দরকার।

মা’গো চাঁটগায় বহুচরিত্রের আকামকারী চক্র জোট বান্ধিয়াছে। হাসপাতালে কুটি কুটি টাকা লুটের চিত্র ফুটিতেছে ফোরকান ধরা খাইয়াছে। রোহিঙ্গ্যা দম্পতির মাক ব্যবসা। যুবকদের সিন্ডিকেট গ্যাস সিলিন্ডার স্ক্র্যাপ বানাইয়া বিক্রি। মেয়র দাদুর দোষাদুষি বাদ দিয়া খাল বিল নদী নালা উদ্ধার করনে জোর দিতে আদেশ করিবেন। টেকনাফের পুতিয়া বাহিনীর অত্যাচর, হেইখানে পনের কুটি টাকার মাদক আইস, উখিয়ায় লালু বাহিনীর প্রধান হোতা গনি লালু ছয় কুটিটাকার ইয়াবা লইয়া র‌্যাবের হাতে বন্দি। আজাদ দাদু কহিলো আনসার ইসলামের অপতৎপরাতও নাকি চলিতেছে। বাকলিয়ার আকে বাকে চোর চিটার জমিয়াছে, মাদ্রসাগুলাইনে দৃষ্টি দিবেন। নারী নির্যাতন, ধর্ষণ ঘটনা বন্ধ করিতে কঠোর উদ্যোগ লইবেন।

মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপুনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে। এমনিতে মানব সৃষ্ট অত্যাচার,নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।

মা’জননীগো জাতিরে যারা অন্ধকারে নিমজ্জিত করিতে চাহে তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকি মারিতেছে। আপুনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কামে লাগিবে, কথা হইলো আপুনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন, হ¹লরে ভালা রাখিবেন। আইজ এই পর্যন্ত।

ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা- এস.এস.বি.এম, তারিখ- ৩জুলাই, ২০২২ খ্রীঃ