[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

৬৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

ঢাকার সাভারে ছাত্র কর্তৃক শিক্ষককে পিটিয়ে হত্যা এবং নড়াইলে শিক্ষকদের অপমান ও নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়ির সর্বস্তরের শিক্ষক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং শিক্ষকদের মর্যাদা ও সম্মান সমুন্নত রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষক সুরক্ষা আইন করার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে সরকারের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

রবিবার (৩জুলাই) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তমল দাশ এর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চম্পানন চাকমা।

কর্মসূচি চলাকালে শিক্ষক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষক হত্যা ও শিক্ষক নির্যাতন এখন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সারা দেশে শিক্ষক নির্যাতনের মহড়া চলছে। অবিলম্বে সরকারের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা না গেলে জাতিকে এর জন্য চরম মূল্য দিতে হবে। শিক্ষক হত্যা ও নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা জরুরি। শিক্ষকদের মর্যাদা ও সম্মান সমুন্নত রাখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ অত্যাবশ্যক।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদের জেলা শাখার সভাপতি অংপ্রু মারমা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম, দীঘিনালা সরকারি কলেজের প্রভাষক জিমি চাকমা, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক ইউছুফ আদনান, সহকারি শিক্ষক সমিতির আঞ্চলিক সদস্য প্রিয় বসু ত্রিপুরা, প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি অজিন্দ্র কুমার ত্রিপুরা, সদর উপজেলা কমিটির সভাপতি আশা প্রিয় ত্রিপুরা ও সাধারণ সম্পাদক ধনা চন্দ্র সেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীলিপ চাকমা ও সাবেক সভাপতি বিম্বীসার খীসা, বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির জেলা কমিটির সভাপতি অমরেন্দ্র চাকমা।

এসময় সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত।

মানববন্ধনে বক্তারা সাভার এবং নড়াইলে শিক্ষকদের উপর হামলাকারিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং অনতিবিলম্বে শিক্ষক সুরক্ষা আইনের দাবি করেন।