রাঙ্গামাটিতে ১০ দোকান পুড়ে ছাই
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি শহরের কলেজ গেইটের সামনে আগুনে পুড়ে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নি র্দূঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, শুক্রবার ঠিক আড়াইটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তবে কোথায় থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা বলতে পারেননি। এর মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিক ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এবিষয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম জানান, এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।#