[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমের মারাইংতং পাহাড়ে দর্শনার্থীদের রাত্রিযাপনে নিষিদ্ধ

৭৫

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদমে উপজেলায় ঐতিহ্যবাহী মারাইংতং (মহ্ইডং) ধম্ম জেদী মহা বৌদ্ধ বিহার পাহাড়ের চূড়ায় দর্শণার্থীদের রাত্রিযাপন নিষিদ্ধ করেছেন বিহার পরিচালনা কমিটি।

ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষার্থে শুধু মাত্র সকল দর্শনার্থীদের জন্য সকাল ৬ টা হতে বিকাল ৫ টা মধ্যে দর্শন কার্যক্রম সমাপ্ত করতে হবে,কোন দর্শনার্থী ও রাত্রী যাপন করতে পারবেন না। সন্ধ্যার পর কোন দর্শনার্থী অবস্থান নিষিদ্ধ করেছে মারাইংতং ধম্ম জেদী মহা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি।

তথ্যটি নিশ্চিত করেছেন মারাইংতং ধম্ম জেদী মহা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি সভাপতি ভদন্ত উ-উইচারা মহাথের ভান্তে। তিনি আরও বলেন ধর্মীয় প্রতিষ্ঠানের সীমানায় কোন ধরনের পিকনিক, প্রাণী/জীব হত্যা,অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হল।

তিনি জানিয়েছেন, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের আলোকে জেদী বৌদ্ধ বিহার ব্যবস্থাপনা কমিটি বিকেল ৫টার পর সকল ধরনের দর্শনার্থী অবস্থান নিষিদ্ধ করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (৩০জুন) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

জানা গেছে, আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মারাইংতং পাহাড়। যার উচ্চতা প্রায় এক হাজার ৬৪০ফুট। দেশি ও বিদেশি দর্শনসর্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই স্পটটি। সেই সাথে দর্শনার্থীরা তাঁবু টানিয়ে রাত্রিকালীন সেখানে অবস্থান করা শুরু করছে ধীরে ধীরে। সন্ধ্যা গরিয়ে এলে মুগ্ধকর হয়ে উঠে মারাইংতং পাহাড় চারপাশে। আকাশের মেঘভর্তি তারায় দেখে দর্শনার্থীদের মন কেড়ে নেই মারাইতং পাহাড়টি। তবে এখন সে পাহাড়ে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মারাইংতং পাহাড় চূড়ায় বিশাল সমতল ভূমিতে বৌদ্ধ সম্প্রদায়ের একটি জাদী (প্রার্থনা ঘর) রয়েছে। পাহাড় চূড়ায় একটি বৌদ্ধ ধর্ম জাদী (প্রার্থনা ঘর) স্থাপন করার পর থেকে মনোরম এই পাহাড় চূড়াটি দর্শনার্থীদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে ওঠে। তবে দিন দিন দর্শনার্থী বৃদ্ধি পাওয়ায় এবং নানা ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টির পর পাহাড় চুড়ায় সন্ধ্যার পর সকল ধরনের দর্শনার্থীদের ভ্রমণ ও অবস্থান নিষিদ্ধ করে জাদী ব্যবস্থাপনা কমিটি।

জাদী ব্যবস্থাপনা কমিটির সদস্য অংশৈ থোয়াই মারমা বলেন, উপজেলা প্রশাসনের অনুরোধে ও দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থেই এ ব্যবস্থা নিতে হয়েছে। এবং সব দর্শনার্থীকে সকাল ৬টা থেকে বিকেল ৫টার মধ্যে স্পট ভ্রমণ শেষ করতে হবে এবং ৬টার আগে অবশ্যই তীর্থস্থান ত্যাগ করতে হবে।

একই দিকে দর্শন করতে আসা একব্যাক্তি বলেন,দর্শনার্থীরা পাহাড়ের সৌন্দর্য রক্ষা করতে জানেন না। যত্রতত্র ময়লা যেখানে সেখানে ফেলে দেন। তবে মারাইংতং সৌন্দর্য ও পবিত্র ধর্মীয় ঘর রক্ষার্থে বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি রাত্রির যাপন নিষিদ্ধ করেছে। এর ফলে এই স্পটে ট্র্যাক করতে যাওয়া অনেক দর্শনার্থী বৃহস্পতিবার দুপুরের মধ্যেই ফিরে আসতে হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম বলেন, যেহেতু পাহাড়ের ওপর একটি জাদী (প্রার্থনা ঘর) রয়েছে সেহেতু সেটি দেখার পাশাপাশি অনেকে রাতে অবস্থান করে। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হওয়ার কারণে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে।