সাংবাদিক মকছুদ আহমেদকে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সংবর্ধনা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
তৃণমূল সাংবাদিকতায় বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড-২০১১ পাওয়ায় রাঙামাটির প্রবীণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদকে রাঙামাটি প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩০জুন দুপুরে প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী, দৈনিক পূর্বদেশের সম্পাদক আবু তালেব বেলাল, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক মোঃ নুরুল আবছার, সাংবাদিক মনসুর আহম্মেদ, ফাতেমা জান্নাত মুমু, উছিংছা রাখাইন কায়েস, দীপ্ত হান্নান, মঈনুদ্দিন বাপ্পী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ সোলায়মান।
আলোচনা সভা শেষে তৃণমূল সাংবাদিকতায় বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড পাওয়ায় একেএম মকছুদ আহমেদকে রাঙামাটি প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।