কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে বনবিভাগের চেক বিতরণ
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালী এলাকায় বন্যহাতির আক্রমণে নিহত, আহত ও পরিসম্পদ ক্ষতিগ্রস্তদের মাঝে বন বিভাগের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৯জুন)সকাল ১১টায় কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ অফিস কার্যালয়ে ২৯জন ক্ষতিগ্রস্তদের মাঝে ৭লাখ ৪৫হাজার টাকার চেক বিতরণ করে।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কারিগরপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম। বক্তব্য রাখেন ইউপি সদস্য উচহলা মারমা,মংনুচিং, মামানু মারমা(সাবেক সদস্য), সদর রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, মোঃ আনোয়ার হোসেন (হিসাব রক্ষক) ও রহমত উল্লাহ সভাপতি (ERT)।
এসময় প্রধান অতিথি বন্যপ্রণী ও হাতি ধ্বংস না করে সকলকে রক্ষা করার জন্য আহবান জানান।