মানিকছড়িতে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধমূলক কার্যক্রমে ধর্মীয় নেতৃবৃন্দদের সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশন আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় মানিকছড়িতে কোভিড ১৯ প্রতিরোধ ঝুঁকি নিরুপণ, যোগাযোগ সম্পৃক্তকরণ ও টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধমূলক কার্যক্রমে সর্ব ধর্মীয় নেতৃবৃন্দদের সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা টাউন হলে এম. জুলফিকার আলী ভূট্টোর সঞ্চালনায় ও প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মোঃ নেছারুল ইসলাম নাজমুল’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিসংখ্যা কর্মকর্তা রাকেশ বিশ্বাস।
কর্মশালায় এসোসিয়েশন অব ডেভেলাপিং এজেন্সি ইন বাংলাদেশ’র (এডাব) খাগড়াছড়ি জেলা ইনফরমেশন সার্ভিস প্রভাইডার ( আইএসপি) মোঃ রুহুল আমিন স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের অনেকের ধারণা করোনা ভাইরাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। কিন্তু না গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। তাই যারা ২য় ডোজ দিয়েছে তারা যেন দ্রুত বোস্টার ডোজ গ্রহণ করুন। পাশাপাশি এখনও যারা টিকা গ্রহণ করেনি তারাও যেন টিকা গ্রহণের আওতায় আসেন।
প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মোঃ নেছারুল ইসলাম নাজমুল বলেন, আজকে আমরা সব ধর্মীয় নেতৃবৃন্দের আমন্ত্রণ জানিয়েছি। কেননা তারা সমাজের সকলের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। যাদের পরামর্শ সকলে শ্রদ্ধার সাথে গ্রহণ করেন। তাই সকল ধর্মীয় গুরুদের তাদের নিজস্ব জায়গা থেকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কার্যকরী ভূমিকা পালনের আহবান জানান। এছাড়াও মতবিনিময় সভা, উঠান বৈঠক ও শিক্ষার্থীদের জনসচেতনামূলক প্রচারণা লক্ষে ক্লাস রুটিন ও লিফলেট বিতরণ করার কথা জানিয়েছেন তিনি। এ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করনে। উপস্থিত সকল সর্ব ধর্মীয় নেতারা তাদের এমন কার্যক্রমকে সফল করতে সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় বক্তারা বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে গেছে বা বিদায় নিয়েছে এমনটা ভাবার উপায় নেই। কেননা দিনদিন সনাক্তের হার আবারও বৃদ্ধি পাচ্ছে। সচেতন না হলে এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব না। তাই করোনা ভাইরাস থেকে বাঁচতে নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুয়ে মাস্ক পরিধান করুন। জনসমাগম থেকে দূরে থাকি, করোনা সংক্রমণ থেকে মুক্ত থাকি। নিজে সুস্থ থাকি এবং অন্যকে সুস্থ রাখি।