[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধমূলক কার্যক্রমে নেতৃবৃন্দদের সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা

৭৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশন আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় মানিকছড়িতে কোভিড ১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরুপণ, যোগাযোগ সম্পৃক্তকরণ ও টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধমূলক কার্যক্রমে নেতৃবৃন্দদের সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা টাউন হলে এম. জুলফিকার আলী ভূট্টোর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন।

প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক মোঃ নেছারুল ইসলাম নাজমুল স্বাগত বক্তব্যে তিনি জানান, দেশের ২২ জেলা আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি জেলার চার উপজেলাতে কোভিড-১৯ সংক্রমণ রোধে ও বোস্টার ডোজ প্রদানের লক্ষে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসতেছি। কেননা অনেকের ধারণা করোনা ভাইরাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। কিন্তু না গত কয়েকদিন ধরে করোনার সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। তাই যারা ২য় ডোজ দিয়েছে তারা যেন দ্রুত বোস্টার ডোজ গ্রহণ করেন। পাশাপাশি এখনও যারা টিকা গ্রহণ করেনি তারাও যেন টিকা গ্রহণ করে। এটি আমাদের মূল লক্ষ। আমাদের প্রচার প্রচারণা অংশ হিসেবে নেতৃবৃন্দদের সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা, মতবিনিময় সভা, উঠান বৈঠক ও শিক্ষার্থীদের জনসচেতনামূলক প্রচারণা লক্ষে ক্লাস রুটিন ও লিফলেট বিতরণ করা হবে। এ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করনে। কর্মশালায় সমাজকর্মী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশ নেন। উপস্থিত সকলেই তাদের এমন কার্যক্রমকে সফল করতে সহযোগিতা করার আশ্বাস দেন।

এ সময় বক্তারা বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের হার বর্তমানে খুব কম। তাই বলে রোগ চলে গেছে তা ভাবা যাবে না। এর হার যেকোনো সময় বাড়তে পারে। প্রাণ হারাতে পারে আরো অনেকে। সচেতন না হলে এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব না। তাই করোনা ভাইরাস থেকে বাঁচতে নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুয়ে মাস্ক পরিধান করুন। জনসমাগম থেকে দূরে থাকি, করোনা সংক্রমণ মুক্ত থাকি। নিজে সুস্থ থাকি অন্যকে সুস্থ রাখি।

কর্মশালায় এসোসিয়েশন অব ডেভেলাপিং এজেন্সি ইন বাংলাদেশ’র (এডাব) খাগড়াছড়ি জেলা সমন্বয়ক মোঃ মাসুদ করিম, ইউপি সদস্য ইদ্রিছ ইসলাম বাচ্চু, শাহানাজ ফারভীন, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান থোয়াই অং প্রু মারমা, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রবিউল হোসেন, মানিকছড়ি কলেজ ছাত্রলীগ সভাপতি আবু জাফর উপস্থিত ছিলেন।