[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩বিজিবির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভাবান্দরবানের লামায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার ৭ দিন পরদীঘিনালা ৭ বিজিবি’র গেইট এখন বীর প্রতীক আবুল হাসেম নামে নাম করণকাপ্তাইয়ে ২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতারাঙ্গামাটি বধির বিদ্যালয়ে ড্রেস ও চারা বিতরণ করলেন জেলা প্রশাসকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাম্বুটান ফল চাষে সম্ভাবনার নতুন দিগন্তখাগড়াছড়িতে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪জাতীয় সমাবেশকে সফল করতে গুইমারা উপজেলা জামায়াতের মিছিলবান্দরবানের লামায় শহীদ জুলাই দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা

১০৩

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে গভর্নেন্স ইনোভেশন ইউনিটের আয়োজনে এবং উপজেলা প্রশাসন এর তত্বাবধানে ২০৪১ সালের ভিশন হিসেবে উপজেলা পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ অংশীজনদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।

বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান,বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী টিটু ত্রিপুরা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণের যে মহতী উদ্যোগ সত্যি প্রশংসনীয় ও সাধুবাদযোগ্য। এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীগণ বরকল উপজেলায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন,কর্মশালায় অংশীজনদের মাধ্যমে উপজেলার বিভিন্ন সমস্যা নির্ণয় করে সঠিক তথ্য উত্থাপনের মাধ্যমে টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে মনে করেন। আর সকলের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা স্বার্থক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগের মধ্যে আশ্রয়ন,শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক,ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ,বিনিয়োগ বিকাশ,পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি,সবার জন্য বিদ্যুৎ ও নারী ক্ষমতায়ন সম্পর্কে আলোকপাত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা।

এসময় উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এর নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, প্রেসক্লাব, রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, প্রথাগত নেতৃবৃন্দসহ ৫০ জন অংশীজন কর্মশালায় অংশগ্রহণ করেন।