দীঘিনালায় মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষে ছাগল বিতরণ
॥ মোঃ সোহেল রানা দীঘিনাল ॥
খাগড়াছড়ির দীঘিনালায় মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙ্গামাটির আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান কর্মসূচী উপলক্ষে পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদানে উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা’র সঞ্চালনায় দীঘিনালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মইন উদ্দিন আহমদ, মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল, দীঘিনালা উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব এম ইদ্রিছ আলী প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিকল্প কর্মসংস্থান কর্মসূচী আওতায় উপজেলার ৬ জন মৎস্যচাষীকে উপকরণ হিসেবে ৫টি করে মোট ৩০টি ছাগল বিতরণ করা হয়। এছাড়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা সেমিনার কক্ষে ২য় পর্যায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক ৩০জন মৎস্যচাষীদের মাঝে ৩দিন ব্যাপি প্রশিক্ষন উদ্বোধন করেন অতিথিরা।