দীঘিনালায় এনজিও লীন স্কুল পর্যায় প্রতিযোগীতা অনুষ্ঠিত
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় এনজিও লীন এর পুষ্টি বিষয়ক কর্মসূচীর আওতায় উপজেলার স্কুল পর্যায় চিত্রাংকন, রচনা ও বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৭জুন) সকাল ১১টায় দীঘিনালা উপজেলার চংড়াছড়ি এসইএসডিপিএস মডেল উচ্চ বিদালয়ে এনজিও লীন এর আয়োজনে দীঘিনালা উপজেলা এনজিও লীন এর কো-অডিনেটর সুনয়ন চাকমা সঞ্চালনায় চিত্রাংকন প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা, বির্তক প্রতিযোগীতার উদ্বোধন করে প্রধান শিক্ষক মোঃ লতিফ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরেশ চাকমা প্রমূখ। এতে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নিয়ে চংড়াছড়ি সুশীল জীবন হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী জেনিকা চাকমা ১ম স্থান, বাজেইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী খুকি চাকমা ২য় স্থান ও রঞ্জন মনি কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ৩য় স্থান অধিকার করে।
প্রাথমিক স্কুল পর্যায় রচনা প্রতিযোগীতায় অংশ নিয়ে ১ম স্থান অধিকার করেন চংড়াছড়ি সুশীল জীবন হেডম্যান পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিমন্তি চাকমা ও ২য় স্থান পিবেক চাকমা ও ৩য় স্থান ফুলচাঁন কার্বাবী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নয়ন ফরাজী।
হাইস্কুল পর্যায় রচনা প্রতিযোগীতায় চংড়াছড়ি এসইএসডিপিএস মডেল উচ্চ বিদালয়ে ছাত্রী তামান্না আক্তার তন্নি ১ম, সুমাইয়া আক্তার ২য় ও মনিকা চাকমা ৩য় স্থান অধিকার করেন। অপুষ্টি কারন কিশোর-কিশোরিদের অন্তরায় বিষয়ে বির্তক প্রতিযোগীতায় পক্ষে অংশ নেয় চংড়াছড়ি এসইএসডিপিএস মডেল উচ্চ বিদালয় ও বিপক্ষে অংশ নেয় চংড়াছড়ি উচ্চ বিদালয়। এতে চংড়াছড়ি এসইএসডিপিএস মডেল উচ্চ বিদালয় বিজয়ী হয় এবং শেষ্ঠ বক্তা হয় সাগরিকা আক্তার। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।