কাপ্তাই হ্রদ নির্ভর জেলের মাঝে ভিজিএফ চাল বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বর্তমান আওয়ামী লীগ সরকার সকল বৈষম্য দূর করে সকলের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছে। দেশের বৃহৎ পরিকল্পিত কাপ্তাই হ্রদে মাছ প্রজনন স্বার্থে তিন মাস যাবৎ শিকার বন্ধ রাখা হয়েছে। কিন্তু এ বন্ধকালিন সময় জেলেরা মাছ না ধরার স্বার্থে সরকারের পক্ষ হতে মৎস্যজীবীদের ভিজিএফ চাল বিতরণ করে আসছে। সোমবার (২৭জুন)সকাল ১১টায় কাপ্তাই ৪নং ইউপি পরিষদ চত্বরে জেলের ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপরোক্ত বক্তব্য রাখেন
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কাজী মাকসুদুর রহমান বাবুলে সঞ্চলনায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী। কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন, কাপ্তাই উপজেলা আ’লীগ সম্পাদক ইব্রাহিম খলীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাপ্তাই থানার ওসি কাজী জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ও কাপ্তাই ইউনিয় আ’লীগ সম্পাদক আক্তার আলমসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এসময় পরিবারিক মানবিক সহায়তা কার্মসুচীর আওতায় লেকে মাছ শিকার বন্ধকালিন কাপ্তাইয়ে ৬৮৪জন জেলেকে ২০কেজি করে ভিজিএফ চাল বিতরণ করে।