বরকলে চার’শ পাঁচ টাকায় টিসিবি পণ্য সেবা পেল ৫শ পরিবার
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ ট্রাকসেল কার্যক্রমের অংশ হিসেবে ৩য় পর্যায়ে চার’শ পাঁচ টাকায় ৫শ পরিবার ন্যায্যমূল্য টিসিবি’র পণ্য সেবা পেয়েছেন। শনিবার (২৫ জুন) সকালে উপজেলার আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা এর তত্বাবধানে ৪,৫,৬,৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে জগন্নাথছড়া বিক্রয় কেন্দ্রে কার্ড পদ্ধতিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য ডিলারের মাধ্যমে বিতরণ করা হয়।
পণ্যসেবা ব্যাপারে মোঃ ফারুক (ডিলার,এবারে উপকারভোগীদের ৩ ধরনের পণ্য সেবা দেয়া হচ্ছে। এরমধ্য তেল ২ লিটার,ডাল ২কেজি ও চিনি ১কেজি। ন্যায্যমূল্য হিসেবে তেল প্রতি লিটার ১১০ টাকা,চিনি ৫৫,মশুরডাল ৬৫ টাকা করে পণ্য দাম নেয়া হয়েছে।
এসময় ট্যাগ অফিসার প্রতিনিধি প্রাণী সম্পদ বিভাগ এর উপসহকারী কর্মকর্তা চন্দন দে,বরকল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কৃতি বিকাশ ত্রিপুরা,কনস্টেবল মোঃ জাহিদ হোসেন ও মোঃ আল-আমিন উপস্থিত ছিলেন।
আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা বলেন,স্বতঃস্ফূর্তভাবে উপকারভোগীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে। আর পণ্য বিতরণ বিষয়ে কোনো পক্ষ অভিযোগ করেননি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা জানান,বরকল উপজেলায় ৫হাজার ১শ৭৯ পরিবারকে ন্যায্যমূল্য টিসিবি পণ্য সেবা নিশ্চিত করা হয়েছে। ধাপে ধাপে সকল কার্ডধারীর মাঝে সংশ্লিষ্ট ডিলারের মাধ্যমে পণ্য সেবা দেয়া হবে। বর্তমানে বাংলাদেশে দ্রব্যমূল্য উর্ধ্বমূখীএর মধ্যে বরকলে ন্যায্যমূল্য পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষের অনেকটা উপকারে আসবে বলে মনে করেন।
এদিকে,আমার টাকায় আমার সেতু,বাংলাদেশের পদ্মা সেতু এ স্লোগান কে সামনে রেখে রাঙ্গামাটির বরকল উপজেলায় বরকল থানার উদ্যোগে প্রধানমন্ত্রীর স্বপ্নের সেতু উদ্ভোদন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন এর নেতৃত্বে বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা ও বরকল থানার পুলিশ সদস্যবৃন্দ,শিক্ষার্থীববৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।