এবার রাঙ্গামাটির রাজস্থলীতে বন্দুকযুদ্ধে নিহত -১
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের ওগারি পাড়ায় অস্ত্রধারী দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলে এক অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে এঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজস্থলী উপজেলা সদরের কাছাকাছি ২নং গাইন্দা ইউনিয়নের ওগারি পাড়ায় অস্ত্রধারী দুই দলের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয়। এসময় বন্দুকযুদ্ধে সুজন চাকমা নিহত হয়। পরে স্থানীয়রা নিহতের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ শনিবার সকাল ৮ টায় ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে তারা কোন দলের তা জানা যায়নি।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।