মাটিরাঙ্গায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ছাত্রলীগের দুই নেতাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
তারা হলেন, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান ও মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন হিমেল।
বুধবার (২২ জুন) রাতে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক মোঃ শাহিন আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাটিরাঙ্গা কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র ব্যবস্থাপনা কমিটির কমিটির নির্বাচন পরবর্তী উচ্ছৃঙ্খল আচরনের কারনে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলামের ছেলে।