[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

মহালছড়িতে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৫০

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ৯ টায় আওয়ামীলীগের কার্যালয় হতে বিশাল এক র্যালী সহকারে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন(আনু), সহসভাপতি কমলবিন্দু চাকমা, উপদেষ্ঠা একে এম হুমায়ুন পাটোয়ারী, মহিলা আওয়ামী লীগ সভাপতি মোছাঃ জাহানারা বেগম, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ লাল মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অংসাথোয়াই মারমা, সাবেক ছাত্রনেতা বাবলু চৌধুরী, সাবেক সভাপতি সাগর চৌধুরী এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান, সহসভাপতি মোঃ আব্দুর রশিদ, মোঃ রোকন মিয়া, রিপন ওঝা, মনিশংকর চৌধুরী, সাধারণ সম্পাদক রনজিত দাশ, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ হামিদুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি অনিক বিশ্বাস ও সকল সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন- সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি ৭৩বছর শেষ করে এবার পা রাখছে ৭৪ বছরে। দলের নেতাকর্মীদের মেধা, পরিশ্রম, ত্যাগ ও দক্ষতায় আওয়ামী লীগ আরও গতিশীল হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। বাঙালি জাতির প্রতিটি মহৎ শুভ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছি, আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতার স্বপ্নের সুখী-সমৃদ্ধ, উন্নত ও আধুনিক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এমনকি কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব স্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।