খাগড়াছড়িতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনায় বক্তারা
দেশের প্রতিটি কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, মাটি ও মানুষের প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ। অসাস্প্রদায়িক রাজনৈতিক আদর্শ গড়া বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (২৩জুন) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় সামনে জাতীয় সংঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্নাঢ্য র্যালীসহ নানা কর্মসূচী করা হয়।
এসময় বক্তারা আরো বলেন, এদেশের প্রতিটি কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সুখি-সমৃদ্ধ, উন্নত-বাংলাদেশ গড়ায় জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাবে। আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ নুরুল আজম এর সঞ্চালনায় জেলা আওয়ালীগের সহ-সভাপতি ও পাজেপ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জাহেদুল আলম, পৌর সভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম-সম্পাদক ও পাজেপ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক ও পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, পাজেপ সদস্য যথাক্রমে খোকনেশ্বর ত্রিপুরা, শতরুপা চাকমা, শাহিনা আক্তার, শুভ মঙ্গল চাকমা, নিলোৎপল খীসা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশ, জেলা যুবলীগের সাধারন সম্পাদক কে এম ইসমাইলসহ সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।