দীঘিনালা মৎস্যজীবীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধকরন সময়ে মৎস্য আইন প্রতিপালন বিষয়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের উদ্ধুক্তকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২জুন) সকালে দীঘিনালা মেরুং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উদ্ধুদ্বকরন মেরুং ইউনিয়ন পরিষদ চ্যেপারম্যান মোছাঃ মাহমুদা বেগম লাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জলিল প্রমুখ।
সভা শেষে মেরুং ইউনিয়নের ৯শত ২৯জন মৎস্যজাষী ও মৎস্যজীবীদের মাঝে ২০ কেজি করে দুই মাসের ৪ কেজি খাদ্য শস্য প্রদান করা হয়।