থানচিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানে থানচিতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থেকে স্ব স্ব দপ্তরের কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাঃ আবুল মনসুর, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), এসিল্যান্ড সাইফুল ইসলাম, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় প্রমূখ। এছাড়াও উপজেলা সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।