কাপ্তাইয়ে প্রাইভেটকারসহ মাদক পাচারকারি আটক
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই থানাধীন শৈলজা এলাকা হতে প্রাইভেটকার ভর্তি মাদক পাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার(২২জুন) কাপ্তাই থানা মাদক পাচারকারিকে মাদক আইনে মামলা করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।
থানা সুত্রে জানা আরো জানায়, মঙ্গলবার দবাগত রাতে গোপন সুত্রে খবর পেয়ে থানার পাশ্ববর্তী এলাকা শৈলজা এলাকা হতে সোহাগ আলী (২৪)নামে যুবককে মাদক সহ আটক করা হয়।
কাপ্তাই থানার মোঃ জসিম উদ্দীন(ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসী চালিয়ে ৮৫লিটার চোলাইমদ পাচার করার সময় যুবককে প্রাইভেটকার সহ আটক করা হয়। আটক যুবক মোহরা চট্রগ্রাম বসবাস করে।