কংজরী চৌধুরীর মাতা সানু মারমা আর নেই
॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়িতে মারমা উন্নয়ন সংসদ মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা বিআরডিবি চেয়ারম্যান কংজরী চৌধুরীর মাতা সানু মারমা আর নেই। ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে বুধবার (২২ জুন) বিকাল ৩ টা ১২ মিনিটে নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। সানু মারমার মৃত্যুতে মারমা উন্নয়ন সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন ও প্রয়াতের আত্মার সদগতি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভকাঙ্খী রেখে গেছেন।
২৩ জুন বৃহস্পতিবার দুপুর ২ টায় বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।