[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকালআর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই; পার্বত্য উপদেষ্টালামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

পার্বত্য অঞ্চলে তিন বছরে ৩৭হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে সিসিএইচপি

৩৯

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী ও এনজিওদের নিয়ে সিসিএইচপি শেয়ারিং কার্যক্রম সভা করা হয়েছে। মঙ্গলবার (২১জুন) বেলা ১২টায় নিসর্গ রিভার ভেলিতে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম (সিসিএইচপি) ও খ্রীস্টিয়ান হাসপাতালের আয়োজনে এ সভা করা হয়।

শেয়ারিং কার্যক্রম সভায় বিগত তিন বছরের সেবা কার্যক্রম তুলে ধরা হয়। সিসিএইচপি ও খ্রীস্টিয়ান হাসপাতালের পক্ষ হতে কাপ্তাই উপজেলা তথা দূর্গম পাহাড়ী আঞ্চলে ৩৭ হাজার অসহায়, দরিদ্র ও গর্ভবতী লোকদের বিনা পয়সায় স্বাস্থ্য সেবা দিয়েছে। এছাড়া মাতৃকালীন, পরিবার পরিকল্পনা, নারী নেতৃত্ব, বাল্য বিবাহসহ বিভিন্ন স্বাাস্থ্য কার্যক্রম এ সভায় তুলে ধরা হয় এবং আগামী তিন বছরের জন্য সিসিএইচপি নতুন পরিকল্পনার উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে সিসিএইচপি প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চলনায় সভাপতি করেন, খ্রীস্টিয়ান হাসপাতাল ডাঃ বিলিয়ন এ সাংমা। এতে প্রধান অতিথির বক্তত্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি ও কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ প্রতিষ্ঠান পার্বত্যঞ্চলে সেবা কার্যক্রম, বিভিন্ন দিবস,স্বাাস্থ্য সচেতনমূলক কার্যক্রম করে চলছে। এছাড়া সরকারি দিবসগুলো যথা নিয়মে পালন করে চলছে। স্বাস্থ্যসেবা মানুষের দৌরঘরে পৌঁছে দিতে এ প্রতিষ্ঠানকে আহবান করেন তিনি।

উল্লেখ্য, উক্ত শেয়ারিং কার্যক্রম সভায় সরকারি অফিসার, জনপ্রতিনিধি, হেডম্যান- কারবারি এনজিও, সাংবাদিকসহ ৬০জন অংশগ্রহণ করে।