দীঘিনালায় বন্যা দূর্গত পরিবারের পাশে সেনাবাহিনী
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অতি বর্ষণে মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে মেরুং-র নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত ৪ শতাধিক বসতবাড়ি পাহাড়ি ঢলের বন্যার পানি প্রবেশ করে। এছাড়া নিচু এলাকার রাস্তা -ঘাট ঢুবে গেছে এতে লংগদু- মেরুং- দীঘিনালা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
গত ৪ দিনে উপজেলার ভারী বর্ষণে উজান থেকে আসা পাহাড়ী ঢলে মাইনী নদীর তীরবর্তী নিম্নঅঞ্চল এলাকায় পানিতে প্লাবিত হয়। এদিকে পানি বন্ধি পরিবারের লোকজন আশ্রয় কেন্দ্রে ও নিকটস্থ আত্নীয়-স্বজনের বাসায় আশ্রয় নিয়েছে। পানির নিচে তলিয়ে গেছে মৌসুমী শাকসবজি, বীজতলা ও মাছ চাষের পুকুর।
সোমবার(২০জুন) মেরুং ইউনিয়নের আশ্রয়কেন্দ্র আশ্রয় নেয়া পরিবার গুলোতে দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে ত্রান সামগ্রি রান্না করা খাবার বিতরণ করেন মেজর নাজিম আহমেদ পিএসসি। এসময় উপস্থিত ছিলেন মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা: মাহমুদা বেগম লাকী। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আটা, চিনি, ডাল, লবন, বিস্কুট, পানি ও খাবার স্যালাইন। মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা মাহমুদা বেগম লাকী বলেন, বন্যায় আমার ইউনিয়ন বেশি ক্ষতি গ্রস্থ হয়েছে। ৪৫ পরিবার আশ্রয় কেন্দ্র অবস্থান করছে। আর ৪শতাধিক পানি বন্দী হয়ে আত্নীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।