[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে পাহাড়ধস,ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ১৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তত

৩১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

পাহাড়ধ্বস, ভূমিধ্বস, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তূতিমূলক সভা হয়েছে। এছাড়া জরুরী ভাবে ১৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

রবিবার (১৯জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে কিন্নরী সম্মেলন কক্ষে এ জরুরী প্রস্ততি সভার আয়োজন করা হয়। পাহাড়ধবস,প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় উপজেলা চেয়ারম্যানকে সভাপতি, ইউএনও সহ-সভাপতি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নিয়ে ৩৯ সদস্য বিশিষ্ট একটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সভায় স্কুল,আশ্রয় কেন্দ্র,চিকিৎসা টিম,ফায়ার সার্ভিস,আইনশৃঙ্খলা, দূর্যোগের সময় খাদ্যসহ বিভিন্ন বিষয় প্রস্তত রাখা নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা সামছুল আলম চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ ওমর ফারুক রনি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, কাপ্তাই থানার প্রতিনিধি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, কাপ্তাই প্রেসক্লাব,, শিক্ষক, বিদ্যুৎ বিভাগ, আনসার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

ভারী বর্ষনে পাহাড়ধ্বস থেকে দূর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ন স্থানে বসবাসরত সাধারণ মানুষদের ১৯ টি আশ্রয়কেন্দ্র সমূহে যাওয়ার জন্য পরামর্শ দেয়া, সচেতন করা ও সেসব স্থান থেকে মানুষদের সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে ১৯টি আশ্রয় কেন্দ্রগুলো হলঃ চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ, খ্রীষ্টিয়ান হাসপাতাল ক্লাব, কারিগর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নারানগিরি সরকারী উচ্চ বিদ্যালয়, ডংনালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভালুকিয়া জুনিয়র হাইস্কুল, রিফুজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিৎমরম ইউনিয়ন পরিষদ, চিৎমরম উচ্চ বিদ্যালয়, চংড়াছড়ি আবাসিক সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাকুয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাপ্তাই উচ্চ বিদ্যালয়, বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরালী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়, লোটাস শিশু নিকেতন ও সড়ক ও জনপথ অফিস।