কাপ্তাইয়ে ইউপি সদস্য সজিব হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন সাবেক ইউপি সদস্য সজিব হত্যা বিচার প্রতিবাদ সমাবেশ হয়েছে। ১৭জুন(শুক্রবার) বিকালে নতুনবাজার এলাকায় সজিবুর রহমান সজিব’র হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারসহ সকল আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৪ নং কাপ্তাই ইউনিয়ন শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।
এসময় ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নতুনবাজারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ৪ নং কাপ্তাই ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, ৪ নং কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর, সাধারণ সম্পাদক আকতার আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পদাক সফিকুল ইসলাম তারক সহ ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও হত্যা মামলার ২ নং আসামি ইমাম আলীকে নির্বাচন কমিশন কর্তৃক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ঐ ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত ঘোষণা করার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।