রাঙ্গামাটির জেলা প্রশাসক প্রথমবারের মতো খুব্বাং সফর
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
ভারত সীমান্তবর্তী বরকল উপজেলার ঠেগা খুব্বাং এলাকায় প্রথমবারের মতো সফর করলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
শুক্রবার ১৭ জুন সকালে ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানে সফরসঙ্গী হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মামুন,বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা,উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা,বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন এবং মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমি সুপারভাইজার মোঃ তানভীর মাহমুদ প্রমূখ।
ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দীলিপ কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন,রাঙ্গামাটিতে যোগদানের পর প্রথম বারের মত বরকল উপজেলার দূর্গম ঠেগা খুব্বাং -এ পদার্পণ করেছেন। এখানে এসে
এলাকার সমস্যাসমূহ অবগত হন। ধীরে ধীরে এলাকায় উন্নয়নের পাশাপাশি দেশাত্মবোধ ও সম্প্রতি ধরে রাখার আহ্বান জানান।
এছাড়াও বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন সহ এলাকার সার্বিক উন্নয়ন আলোচনায় উঠে আসে। বিদায়ী এসএসসি ২০২২ পরিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
এসময় ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় এর শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে, রাঙ্গামাটির জেলা প্রশাসক, বরকলের উপজেলা নির্বাহী অফিসার ও সফরসঙ্গীসহ ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।