মানিকছড়িতে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকালে বাটনাতলী ইউনিয়ন কমিটি গঠন শেষে সাড়ে ১১টায় কারিতাস মানিকছড়ি কার্যালয়ে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভায় পাঁচ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করা হয়। এ দিকে গতকাল (১৩ জুন) মানিকছড়ি ও তিনটহরী ইউনিয়ন কমিটি গঠন করা হয়। উপজেলা করিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইউনুছ নুর, সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন, কার্বাবি ক্যজায়ী মারমা ও একতা যুব সংঘ’র সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ। এ সময় মানিকছড়ি, বাটনাতলী ও তিনটহরী ইউনিয় এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং কমিটির সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বেসকারি উন্নয়ন সংস্থা কারিতাস সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে উপজেলার প্রত্যন্তঞ্চলের কৃষক-কৃষাণীদের নিয়ে কাজ করে যাচ্ছে। যার ফলে অনগ্রসর জনপদে কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন এসেছে। এছাড়াও পাড়া পর্যায়ে তাদের উপকারভোগীদের নিয়ে সভা-সেমিনারের মাধ্যমে নানা প্রশিক্ষণ প্রদান করছেন। এর ফলে আধুনিক চাষাবাদ সম্পর্কে তারা জ্ঞান অর্জন করছে। যা সত্যিই প্রশংসনীয়। এছাড়াও বিভিন্ন সময়ে প্রনদনার মাধ্যমে তাদের কিটনাশন মূক্ত চাষাবাদে আগ্রহী করে তুলছেন তারা। তাই আগামীতেও উপকারভোগীরা কারিতাসের প্রদত্ত সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে তাদের জীবনমানের উন্নতি করবেন এমনটাই প্রত্যাশা সকলের।