[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় দাখিল পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

৩৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

মাটিরাঙ্গা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র আলিম পর্যায়ের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২২ সালের দাখিল পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬জুন) সকালে মাদরাসার হল রুমে অত্র মাদরাসায় অধ্যক্ষ কাজী সলিম উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার গভর্ণিং বডির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুুমায়ুন মোরশেদ খাঁন, সদস্য মোঃ আব্দুল কাদের, বিদায়ী শিক্ষার্থী মোঃ ফয়জুল্লাহ মীর, মোঃ আব্দুল্লাহ্ আফছার প্রমুখ বক্তব্য দেন।

শুরুতে পবিত্র আল-কোরআনের অংশ বিশেষ তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। একই সময়ে শিক্ষার্থীরা তাদের সুললিত কণ্ঠে অতিথীদের হামদ ও নাত গেয়ে শুনান।

এছাড়া অনুষ্ঠান শেষে বিশ্ব উম্মাহর শান্তি প্রতিষ্ঠা এবং আলিম পরিক্ষার্থীদের সাফল্য কামনা দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদরাসার সহকারি মৌলভী মোঃ নজির আহাম্মেদ।

মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বড় অবদান হচ্ছে সৎ ও আদর্শ নাগরিক গঠন মন্তব্য করে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার গভর্ণিং বডির সভাপতি এম হুুমায়ুন মোরশেদ খাঁন বলেন, সরকার মাদ্রাসা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।দেশের সরকারি ও বেসরকারি মাদ্রাসাগুলো অনেক দরিদ্র পরিবারের সন্তান ও অসহায় এতিম শিশুদের শিক্ষা প্রদান করে যাচ্ছে। যা নিরক্ষরতা দূরীকরণে উল্লেখযোগ্য অবদান রাখছে।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ, কাজী সলিম উল্ল্যাহ ছাত্র -ছাত্রীদের উত্তম চরিত্র গঠনের জন্য মাদ্রাসা শিক্ষা গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে মন্তব্য করে বলেন, মাদরাসা শিক্ষার ক্ষেত্রে বড় অবদান হলো সৎ ও আদর্শ ব্যক্তি গঠন। তাছাড়া একজন মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর তুলনায় চারিত্রিক উন্নতি সাধিত হয়।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ মোঃ হানিফুর রহমান, গভর্ণিং বডির সদস্য মোঃ সাইদুর রহমান, সহকারি মৌলভী মোঃ নজির আহাম্মেদ, সহকারি শিক্ষক মোঃ শাহা আলম, রফেজা বেগম, আব্দুর রহিম, মোঃ আবুল হাসেম, মোঃ সানাহ উল্যাহ, রুজিনা আক্তার, ইবি শিক্ষক ক্বারী মোঃ আবুল হাশেম, মোঃ আবুল কাশেম ইবি জুনিয়র শিক্ষক মোঃ জয়নাল আবদিন সহ সকল শ্রেণির শিক্ষার্থী অভিভাবক সহ অনেকে উপস্থিত ছিলেন।