দীঘিনালায় ১০টি বিশেষ উদ্ভাবনী বিষয়ক দিনব্যাপী কর্মশালা
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে সম্মেলন কক্ষে দীঘিনালা উপজেলা প্রশাসন‘র আয়োজনে ও প্রদানমন্ত্রীর কার্যালয়’র গভর্নেন্স ইনোভেশন ইউনিট’র সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোঃ বাতেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরে আলম ছিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান,দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে. এম পেয়ার আহমেদ, দীঘিনালা প্রেসক্লাব সভপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ। এছাড়া উপজেলা পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজ, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্টিজ, এনজিও, রাজনৈতিক দল, সকল ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ চাহিদা সম্পূর্ণ জনগোষ্ঠী ও সংখ্যালঘু জনগোষ্ঠীদের অংশগ্রহণে কর্মশালা অংশ গ্রহন করে।
এসময় ২০৪১ উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ১০টি বিশেষ উদ্যোগ- নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ এ ১০টি বিশেষ উদ্ভাবনী’র উপর গুরুত্বপূর্ণ আলোচনা শেষে দিনব্যাপী কর্মশালার সমাপ্তি হয়।